পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ২ মাও শীর্ষনেতা রঞ্জিত পাল ও তাঁর স্ত্রী অনিতা পাল। এদিন ডিজি সুরজিত কর পুরকায়স্থর হাতে বন্দুক তুলে দিয়ে আত্মসমর্পণ করেন তাঁরা। উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল রাজীব কুমার। কিন্তু কেন এই আত্মসমর্পণের সিদ্ধান্ত? সম্পর্কে দম্পতি রঞ্জিত ও অনিতা মনে করেন, তাঁরা মানুষের ভাল করার জন্য যা যা করা দরকার বলে মনে করছিলেন, রাজ্য সরকার সেসবই করছে। মানুষের সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। তাছাড়া সহিংস পথে জনগণের ভাল করা কখনই সম্ভব নয় বলে মনে করছেন তাঁরা। ১৭ বছর ধরে মাওবাদী তকমা নিয়ে ঘরছাড়া রঞ্জিত ছিলেন বাংলা, ঝাড়খণ্ড, বিহারের সীমান্ত এলাকার এরিয়া কমান্ডার। দলমা-অয্যোধ্যা পাহাড় এলাকায় যাবতীয় মাওবাদী কর্মকাণ্ডের নেতৃত্বের রাশ ছিল বাঁকুড়ার বারিকুলের খেজুরখেন্না গ্রামের বাসিন্দা রঞ্জিত ওরফে তড়িৎ ওরফে রোহিত ওরফে পশুপতির হাতেই। অন্যদিকে ১০ বছর ধরে মাওবাদী সদস্য ঝর্ণা গিরি ওরফে অনিতা মনে করেন সহিংস আন্দোলনে জড়িয়ে পরে শুধু মানুষের নয়, নিজের পরিবারেরও ভাল করা সম্ভব নয়। তাই এদিন তাঁরা কলকাতা পুলিশের এসটিএফের কাছে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে নতুন জীবন শুরু করতে চান। রঞ্জিত-অনিতার মত মাওনেতার আত্মসমর্পণ রাজ্য প্রশাসনের কাছে ভাল খবর। যা আদপে রাজ্যে মাওবাদী কার্যকলাপে অনেকটাই লাগাম দেবে বলে মনে করছে পুলিশ।