ডিজিটাল রেশন কার্ড না থাকলে মিলবে না রেশন। মঙ্গলবার নবান্নে একথা জানিয়ে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ১ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে যাঁরা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে ডিজিটাল রেশন কার্ডের জন্য নতুন করে আবেদন করবেন, তাঁরা পুরানো কার্ডে ১ মার্চের পরও রেশন তোলার সুযোগ পাবেন। এছাড়া মন্ত্রী বলেন, এমন অনেকেই আছেন যাঁরা নিছক পরিচয়পত্র হিসাবে রেশন কার্ড রেখে দিয়েছেন। রেশন তোলেন না। তাঁদের জন্য আলাদা রেশন কার্ড ইস্যু করা নিয়ে ভাবছে খাদ্যদফতর। পাশাপাশি এমনও অনেকে আছেন যাঁরা রেশন তোলেননা কিন্তু রেশনে প্রাপ্য কেরোসিন তেলটা তোলেন, তাঁদের জন্যও শুধু কেরোসিন তোলার আলাদা রেশন কার্ড করার কথা ভাবছে দফতর।