প্রাথমিকের টেটের চূড়ান্ত ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট ৪২ হাজার ৬২৮টি পদে নিয়োগ চূড়ান্ত হয়েছে। এদিন প্রথম তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে প্রায় ১২ হাজার প্রার্থীর নাম আছে। যদিও এই তালিকা কোথাও টাঙানো বা ইন্টারনেটে প্রকাশ করা হচ্ছেনা। পর্ষদের তরফ থেকে নির্বাচিত প্রার্থীর কাছে ই-মেল ও এসএমএস যাবে। প্রথমে ৩টি জেলা দিয়ে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এভাবে ধাপে ধাপে সব নির্বাচিত প্রার্থীর কাছে ই-মেল ও এসএমএস করে জানানো হবে। সেইমত তিনি নিয়োগপত্র গ্রহণ করে তখনই তাঁর বেছে নেওয়া স্কুলে জয়েন করতে পারবেন। পর্ষদের খতিয়ান অনুযায়ী এবার প্রাথমিকের টেটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা ছিল ১ লক্ষ ২৫ হাজার। এদের সকলকেই ইন্টারভিউতে ডাকা হয়। তারপর যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ ও তাঁর পড়াশোনার সব রেজাল্টে দেখে যোগ্যকে বেছে নিয়েছে পর্ষদ। তাদেরই তালিকা এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। তবে তালিকা আকারে কিছু প্রকাশিত হয়নি। সব কিছুই যোগ্য প্রার্থীদের কাছে ই-মেল ও এসএমএসে জানানোর বন্দোবস্ত করা হয়েছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রশিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পর্ষদ। আগামী ২ ফেব্রুয়ারি থেকেই নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাবে বলেও এদিন জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য।