রোজভ্যালি কাণ্ডের তদন্তে যুক্ত ছিলেন গত ২ বছর ধরে। ইডি-র সেই অফিসার মনোজ কুমারকে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে এয়ারপোর্ট বা হোটেলে একসঙ্গে দেখার পর বিতর্ক চরমে ওঠে। সিসিটিভি ফুটেজ সামনে আসার পরই তাঁকে এই তদন্ত থেকে অপসারিত করে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় ইডি। সেইমত বৃহস্পতিবার সকালে ইডির ৩ উচ্চপদস্থ আধিকারিক কলকাতায় ইডির দফতরে মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই তদন্ত ১ সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছে ইডি। ফলে সময় নষ্ট না করে রোজভ্যালি কাণ্ডের তদন্ত করাকালীন মনোজ কুমার কোনও গাফিলতি করেছেন কিনা বা কোনও বিশেষ সুযোগ সংস্থার কাছ থেকে নিয়েছেন কিনা এসব খতিয়ে দেখছেন আধিকারিকরা। এদিনই কলকাতা পুলিশের কাছে মনোজ কুমার সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠান তদন্তকারীরা। সেইমত এদিন লালবাজারের তরফে এক আধিকারিক যাবতীয় কাগজ পৌঁছে দেন সল্টলেকে ইডির দফতরে। এদিকে রোজভ্যালি কাণ্ডে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে এদিনও গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে ম্যারাথন জেরা করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। সরস্বতী পুজোর দিনও দিনভর জেরা করা হয়েছিল তাঁকে। তারপর এদিন শুভ্রা কুণ্ডুকে তাঁর দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা।