
ফের শহরে অস্ত্র উদ্ধার। গার্ডেনরিচ এলাকা থেকে এদিন আগ্নেয়াস্ত্র সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম দাউদ কুরেশি ও ইমরান। তাদের কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে। ভোটের মুখে সন্ত্রাস ছড়াতেই ধৃতরা অস্ত্র নিয়ে এসেছিল বলে মনে করছে পুলিশ। এদিকে এদিন ফের বোমা উদ্ধার করেছে পুলিশ। নানুরের বাসপাড়া এলাকা থেকে এদিন ২ ড্রাম তাজা বোমা উদ্ধার করে তারা। আর বোমা লুকনো আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা জুড়ে তল্লাশি চালায় পুলিশ।