
কেষ্টপুরে বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক ছাত্রের ঝুলন্ত দেহ। ইমন দত্ত নামে ওই ছাত্র মেঘনাদ সাহা ইন্সটিটিউটের প্রথম বর্ষের ছাত্র। পুলিশ সূত্রের খবর, ইমন নিজে রুবির কাছে পেয়িং গেস্ট হিসাবে থাকত। কেষ্টপুরের ওই ফ্ল্যাটে তার ৩ বন্ধু থাকত। যারা সকলেই পুরুলিয়া থেকে এসেছিল পড়তে। ওই ৩ বন্ধুর সঙ্গে ১ ছাত্রীও কলকাতায় পড়তে আসে। ওই ছাত্রীর সঙ্গে ইমনের সম্পর্ক ছিল। কেষ্টপুরের ৩ বন্ধু যে ফ্ল্যাটে ভাড়া থাকত সেই ফ্ল্যাটের চাবি ইমনকে দিয়ে তারা পুরুলিয়ায় যায়। ইমন ফাঁকা ফ্ল্যাটে বান্ধবীকে ডাকে। পুলিশের ধারণা মনোমালিন্যের কারণে সে ফ্ল্যাটে আসেনি। আগে থেকেই সম্পর্কের টানাপোড়েনে অবসাদগ্রস্ত ইমন তাতে আরও ভেঙে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় সে। বাগুইআটি থানার পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ইমনের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।