বাবা পেশায় ট্যাক্সিচালক। মা অন্যের বাড়িতে কাজ করে রোজগার করেন। দু’জনেই সকালে কাজে বেরিয়ে যান। বাড়িতে থাকে বছর সাতেকের বড় মেয়ে আর সাড়ে তিন বছরের ছোট মেয়ে। মা এসে মাঝে মাঝে দেখেও যান সব ঠিক আছে কিনা। শনিবার সকালে মা-বাবা কাজে বেরিয়ে যাওয়ার পর দরমার ঘরের বাইরে খেলছিল বড় মেয়ে। ভিতরে শুয়েছিল ছোটটি। আচমকাই ঘরে আগুন লেগে যায়। দরমার ঘর হওয়ায় আগুন হুহু করে ছড়িয়ে পড়ে। বড় মেয়ে ছোটে মাকে খবর দিতে। এরমধ্যেই বেহালার জয়শ্রীর বামাচরণ রায় রোডের প্রতিবেশিরা টালির চালা ভেঙে কোনওক্রমে সাড়ে তিন বছরের শিশুটিকে উদ্ধার করেন। যদিও ততক্ষণে অনেকটাই পুড়ে গিয়েছে তার ছোট্ট দেহ। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। প্রতিবেশিদের অনেকের চোখেই জল। শর্ট সার্কিট থেকেই আগুন বলে মনে করছে দমকল।