মাধ্যমিক চলাকালীন বিভিন্ন ইস্যুতে পরীক্ষাকক্ষে বা স্কুলে ভাঙচুর নতুন ঘটনা নয়। সেই পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার আগে থেকেই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বুধবার থেকে শুরু মাধ্যমিক। তার আগে এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়, পরীক্ষা হলে ভাঙচুর হলে যে স্কুলের ছাত্র বা ছাত্রীরা সেই কাণ্ড ঘটাবে সেই স্কুলকে ক্ষয়ক্ষতির যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে।
মাধ্যমিকে অন্য স্কুলে সিট পড়ে। ফলে এক স্কুলের ছাত্রছাত্রীরা যদি অন্য স্কুলে পরীক্ষা দিতে গিয়ে সেখানে ভাঙচুরের মত ঘটনা ঘটায় তবে ভুগতে হবে তাদের স্কুলকেই। এছাড়া স্পর্শকাতর স্কুলগুলিতে ক্যামেরা লাগানোরও সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এতদিন পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা পরীক্ষাকক্ষে মোবাইল নিয়ে ঢুকলে তা বাজেয়াপ্ত করা হত। এবার থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল হতে পারে। এই মর্মে এবার থেকে স্কুলের বাইরে নোটিসও টাঙিয়ে দেবে পর্ষদ।