জীবনের প্রথম বড় পরীক্ষার প্রথম দিনে হাসিমুখেই পরীক্ষা হল থেকে বার হল ছাত্রছাত্রীরা। পরীক্ষা মিটল নির্বিঘ্নেই। এদিন সকালে পরীক্ষা শুরু হয় নির্দিষ্ট সময়েই। এদিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল আর জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান। মাধ্যমিক পরীক্ষার সময়ে তাঁদের সময় মাধ্যমিক পরীক্ষার্থী হলে বাড়ি ও পাড়ায় বিশেষ গুরুত্ব মিলত বলেও হাল্কাছলে জানান তিনি। এদিকে পর্ষদ এবার মাধ্যমিকের হলে ভাঙচুর থেকে টুকলি বন্ধ করতে নজরদারিতে আরও জোর দিয়েছে। কিন্তু সেই ফাঁক গলেও হলে টুকলি পৌঁছে দেওয়ার পুরনো ছবি এদিনও ধরা পড়ল বিভিন্ন জেলায়। কিছু ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ তাড়া করলেও টুকলি সরবরাহকারীদের উৎসাহে অন্ত ছিলনা।