কানাঘুষো শোনা যাচ্ছিল আগে থেকেই। এদিন তাই সত্যি হল। রাজ্যসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হলেন মণীশ গুপ্ত। সোমবার বিধানসভার সচিবের কাছে মনোনয়ন পেশ করেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের অন্যান্য বেশ কয়েকজন প্রথম সারির নেতা। অভিনেতা মিঠুন চক্রবর্তী আচমকা তৃণমূলের রাজ্যসভা আসন থেকে পদত্যাগ করায় আসনটি খালি পড়েছিল। সেই আসনে এবার মণীশ গুপ্তকে দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ মার্চ রাজ্যসভার নির্বাচন। ১০ মার্চ রাজ্যসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার শেষ দিন। এখনও পর্যন্ত মণীশ গুপ্তই বিধানসভায় মনোনয়ন জমা দিলেন। বিরোধীরা কেউই প্রার্থী দেননি। হাতে ১০ তারিখ পর্যন্ত সময় আছে। তারমধ্যে কেউ মনোনয়ন জমা না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন মণীশবাবু।