
ফের নিগ্রহের শিকার হল পুলিশ। ঘটনাটি ঘটেছে মানিকতলার মুচিবাজার এলাকায়। কনস্টেবলকে মারধরের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, এদিন বেপরোয়া বাইক চালানোয় কর্তব্যরত এক কনস্টেবল তাদের কাছে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চান। এ নিয়ে ওই দুই যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই দুই যুবক ওই কনস্টেবলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। পরে আরও পুলিশ সেখানে হাজির হন। মানিকতলা থানার পুলিশ অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে।