মাধ্যমিক যদি জীবনের প্রথম বড় পরীক্ষা হয়, তবে উচ্চমাধ্যমিক দ্বিতীয়। স্নাতক স্তরে পঠনপাঠন শুরুর জন্য এই পরীক্ষার গুরুত্ব ছাত্রছাত্রীদের কাছে অজানা নয়। সেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল বুধবার থেকে। মূল বিষয় ও ঐচ্ছিক বিষয় মিলিয়ে ৫১টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। তবে প্রথমে চিরাচরিত নিয়ম মেনে সম্পূর্ণ হবে মূল বিষয়গুলির পরীক্ষা। এবার রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ। যাদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। ৬৬১টি কেন্দ্রে পরীক্ষাগ্রহণ হচ্ছে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে ও টুকলি রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৭৫টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। রয়েছে সিসিটিভি ও ভিডিওগ্রাফির ব্যবস্থা। যেসব স্কুলে সিট পড়েছে সেখানে প্রধান শিক্ষকের কাছ থেকে প্রশ্নপত্র ক্লাসে ক্লাসে পৌঁছবে। প্রশ্নপত্র থাকবে খামবন্দি।