পড়ার বইতে অনেকেই পড়েছেন চৈত্র, বৈশাখ মাসে কালবৈশাখী হয়। বইয়ের পাতায় লেখা থাকলেও হালফিল চৈত্রে কালবৈশাখী নেহাতই দুর্লভ হয়ে পড়েছিল। হলেও সেই মাসের শেষে দিকে। কিন্তু এবার ভূগোল বইয়ের দাবির মুখ রেখেছে কালবৈশাখী। চৈত্র পড়তেই রবিবাসরীয় বিকেলে কালবৈশাখীর ছোঁয়া। আকাশ কালো করে বৃষ্টি। বিকেল থেকে সন্ধে গড়িয়েছে। আর অলস ছুটি আরও আলস্য মেখে ঢুকে পড়েছে বিছানায়। দফায় দফায় বৃষ্টি শহর কলকাতা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমিয়ে দিয়েছে। ফলে বেশ আমেজেই কেটেছে দিনটা। রাত পোহালেই অফিস। তার আগে রবিবারের ছুটিতে ঘুম ঘুম আমেজের যাদুকাঠি ছুঁইয়ে দিয়ে গেছে ঝড়-বৃষ্টি। ঝড়ের দাপট ভয়ংকর না হলেও মন্দ ছিলনা। আগামী ৪৮ ঘণ্টাতেও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। এদিন বেলপাহাড়িতে বাজ পড়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।