হো চি মিন সরণির গোল্ডেন পার্ক হোটেল। সেখানেই বুধবার রাত ৩টে নাগাদ আগুন লাগে। একতলার রান্নাঘরে আগুন লাগলেও তা উপরে উঠতে থাকে। রাতে সেসময়ে হোটেলে থাকা অধিকাংশ মানুষই নিদ্রামগ্ন। আচমকা আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে হোটেলে। প্রাণ বাঁচাতে ২ আবাসিক জানলা দিয়ে ঝাঁপ দেন। আহত হলেও তাঁরা বেঁচে গেছেন। তবে মৃত্যু হয়েছে ২ জনের। ৪ তলা ও ৫ তলা থেকে ২ জনকে দগ্ধ ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদের উদ্ধার করেন দমকলকর্মীরা। দমকলের ১২টি ইঞ্জিন প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক ধারণা রান্নাঘর থেকেই আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে নিয়ন্ত্রণ পেতে হোটেলের কাচের জানালা ভেঙে ফেলেন দমকলকর্মীরা। এদিকে প্রাথমিক তদন্তে হোটেলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিলনা বলেই জানতে পেরেছে পুলিশ। হোটেলের ২ কর্তাকে গ্রেফতার করেছে তারা। তদন্ত শুরু হয়েছে।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply