সল্টলেকের মহিষবাথানে এক প্রতিবাদী যুবককে মারধর ও হুমকির ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, গত রবিবার রাতে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত কয়েকজন তরুণী বাড়ি ফিরছিলেন। সেই সময়ে কয়েকজন যুবক তাঁদের কটূক্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে। সেই সময় স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য ক্যারাম খেলছিলেন। তরুণীরা চেঁচামেচি করলে কার্তিক সাউ সহ কয়েকজন ক্লাব থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেন। সেসময়ে দুষ্কৃতীরা ফিরে গেলেও খানিকক্ষণের মধ্যে দলে ভারী হয়ে আগ্নেয়াস্ত্র সহ ক্লাবে চড়াও হয়। অভিযোগ, ক্লাবের অন্য সদস্যদের সঙ্গে কার্তিক সাউয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয়। পাশে কার্তিকের বাড়িতেও চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁর মায়ের মাথায় বন্দুক ঠেকায় তারা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ ভোলানাথ নস্কর ও গণেশ খিলা নামে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।