রবিবার মধ্যরাত। আচমকাই নিউটাউনের টিসিএস বিল্ডিংয়ের সামনে একটি খাবার দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান টিসিএসের নিরাপত্তা কর্মী জয়ন্ত মণ্ডল। আগুন নেভানোয় হাত লাগাতে ছুটে যান তিনি। তখনই একটি সিলিন্ডার ফেটে যায়। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় জয়ন্তবাবুর। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পাশাপাশি থাকা ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে রাতের পর এদিন সকালে আগুন লাগার ঘটনা ঘটে হাওড়ার কবরপাড়াতে। এখানে একটি গেঞ্জির কারখানায় আচমকা আগুন লেগে যায়। আগুনে নেভাতে ঘটনাস্থলে হাজির হয় দমকলরে ৪টি ইঞ্জিন। ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ অজানা। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।