বেতন বৃদ্ধি সহ ১৩ দফা দাবিকে সামনে রেখে নবান্ন অভিযান করল রাজ্য সরকারি কর্মচারিদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। মঙ্গলবার দুপুরে হাওড়া ফেরিঘাট থেকে মিছিল শুরু হয়। ব্যানার হাতে মিছিলে পা মেলান বহু রাজ্য সরকারি কর্মচারি। মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সদাব্যস্ত হাওড়া ব্রিজ। বহু গাড়ি দ্বিতীয় হুগলি সেতু হয়ে গন্তব্য পৌঁছনোর চেষ্টা করে। এদিকে মিছিল বঙ্কিম সেতু পার করার পরেই পুলিশ তাদের পথ আটকায়। নবান্নের অনেক আগেই থমকে যায় মিছিলের গতি। পুলিশ পথ আটকালে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। কো-অর্ডিনেশন কমিটির মিছিলকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই নবান্নের আশপাশ হাওড়া ও কলকাতা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল।