
সারদা ও নারদ কাণ্ড নিয়ে এবার পথে নামল ফরওয়ার্ড ব্লক। এদিন রাজ্যের বিভিন্ন কোণায় আইন অমান্য কর্মসূচি পালন করে তারা। নারদ ও সারদা কাণ্ডে যাঁরা অভিযুক্ত তাঁদের পদত্যাগ, গ্রেফতার ও বিচারের দাবিতে ফরওয়ার্ড ব্লকের আইন অমান্যের জেরে কলকাতা সহ অনেক জায়গায় ধুন্ধুমার বেধে যায়। কলকাতায় মহাজাতি সদন থেকে লালবাজার পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন প্রাক্তন মন্ত্রী নরেন চট্টোপাধ্যায়। বি বি গাঙ্গুলি স্ট্রিটে মিছিলের পথ আটকায় পুলিশ। ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। প্রথম ব্যারিকেড ভাঙতে সমর্থ হলেও দ্বিতীয় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা রুখে দেয় পুলিশ। ধস্তাধস্তিতে পড়ে যান নরেন চট্টোপাধ্যায়। এদিন বারাসতেও জেলাশাসকের দফতরের দিকে ফরওয়ার্ড ব্লকের মিছিল এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এছাড়া আসানসোল, কোচবিহার, সিউড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ফরওয়ার্ড ব্লকের মিছিল ঘিরে কিছুক্ষণের জন্য অবস্থা অশান্ত হয়ে ওঠে। এদিন সব জায়গা থেকেই ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ। আগামী মঙ্গলবারও একইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফরওয়ার্ড ব্লকের তরফে আইন অমান্য কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন নরেন চট্টোপাধ্যায়।