রবিবার বেলা ১১টা। ছুটির মেজাজে বিরাটি। আচমকাই তীব্র শব্দে বিস্ফোরণ ভেঙে দিল রবিবারের আমেজ। আতঙ্ক গ্রাস করল এলাকাকে। একটি রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে রেস্তোরাঁর ছাদ উড়ে যায়। শাটার উড়ে গিয়ে পড়ে রেস্তোরাঁর অন্যপ্রান্তে দাঁড়ানো এক মহিলার ওপর। গুরুতর আঘাত পান তিনি। বিস্ফোরণের পর আগুনও ধরে যায় রেস্তোরাঁয়। যদিও সেসময়ে রেস্তোরাঁ বন্ধ ছিল। না হলে বড়সড় অঘটন ঘটতে পারত। নিমতা থানার পুলিশ রেস্তোরাঁ ঘিরে তদন্ত শুরু করে। বহু মানুষ ভিড় জমান কী হয়েছে দেখতে। এদিকে ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা এখনও পরিস্কার নয়। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, নাকি রেস্তোরাঁয় কোনও বিস্ফোরক মজুত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। নমুনা সংগ্রহ করে সঠিক কারণ জানার চেষ্টা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। রেস্তোরাঁর মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।