দুই পাড়ার মধ্যে অশান্তির জেরে মঙ্গলবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল শোভাবাজারের হাটখোলা এলাকা। একে অপরকে লক্ষ্য করে ইট ও বোতল বৃষ্টি চলতে থাকে। রাজপথ ঢেকে যায় ইটের টুকরো আর কাচের বোতলের কুটিতে। বন্ধ হয়ে যায় যান চলাচল। আতঙ্কে আশপাশের বাড়ির লোকজন ঘরের মধ্যে আশ্রয় নেন। অনেকেই অফিস বার হতে চেয়েও বার হতে পারেননি। যেতে পারেননি স্কুল, কলেজের পড়ুয়ারাও। দোকানপাট সকালে খুললেও ঝামেলা শুরু হতেই সাটার নামিয়ে দেন দোকানিরা। ভাঙামাঠ ও তারিঘড়ি। গঙ্গার কাছ ঘেঁষা এই দুই পাড়ার বাসিন্দারা একে অপরের দিকে গঙ্গার পাড়ে অসামাজিক কাজকর্মের অভিযোগ করে আসছিলেন। এদিন তা চূড়ান্ত আকার নেয়। একে অপরের দিকে ইট, কাচের বোতল নিয়ে আক্রমণ করে দুই পাড়ার বাসিন্দারা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে হাজির হন ডিসি নর্থ। দুই পাড়াতেই বিশাল পুলিশ বাহিনী ঢুকে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেন। পুলিশ আসার পর ব্যস্ত শোভাবাজার এলাকায় ধীরে ধীরে ফের স্বাভাবিক অবস্থা ফিরে আসে।