ভোর তখন হয় হয়। ঘড়ির কাঁটা রাত ৪টে পার করেছে। শুনশান রাস্তায় হাতে গোনা কয়েকজন রয়েছেন। এমন সময়ে ঝড়ে গতিতে লেক মলের দিক থেকে রাসবিহারী মোড়মুখী একটি সাদা গাড়ি আচমকাই প্রচণ্ড শব্দ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের ফুটপাতে উঠে যায়। ধাক্কা মারে ফুটের কোণায় থাকা একটি সিমেন্টের গাঁথনিতে। তারপর সজোরে ধাক্কা মারে একটি সোনার দোকানে। দোকানে ধাক্কার পর ফের গাড়িটি রাস্তার দিকে চলে আসে। অবশেষে ফুটপাথের ধারে রাস্তার ওপর উল্টে যায় সেটি।
পুরো ঘটনা এতটাই নিমেষের মধ্যে ঘটে যে প্রত্যক্ষদর্শীরা হতভম্ব হয়ে যান। এদিকে দুর্ঘটনার জেরে শান্ত ভোররাতে খান খান হয়ে যায় নিস্তব্ধতা। ছুটে আসেন আশপাশের লোকজন। গাড়ি থেকে প্রথমে টেনে বার করা হয় বাংলা সিরিয়াল জগতের অন্যতম অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। গাড়ি তিনিই চালাচ্ছিলেন। তাঁর পাশের সিটে বসেছিলেন মডেল সনিকা সিং চৌহান।
সনিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বেশ কিছু আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিক্রম চট্টোপাধ্যায়। এদিকে প্রতিষ্ঠিত মডেল হিসাবে পরিচিত সনিকা সিং চৌহানের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফ্যাশন দুনিয়া। এখনও অনেকে বিশ্বাসই করতে পারছেন না কেরিয়ারের খুব ভাল অবস্থায় থাকা এমন এক ঝকঝকে তরুণীর অকাল মৃত্যু।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)