ভোররাতে দুরন্ত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় মৃত্যু হয় মডেল সনিকা সিং চৌহানের। গাড়ির স্টিয়ারিং ছিল বাংলা ছোটপর্দার পরিচিত মুখ বিক্রম চট্টোপাধ্যায়ের হাতে। পরে বিক্রম জানান তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন না। সেদিন পার্টিতে গেলেও মদ্যপান করেননি। যদিও বিক্রমের সেই দাবি মানতে নারাজ সনিকার বন্ধুরা। সেদিন তাঁদের অনেকেই ওই পার্টিতে উপস্থিত ছিলেন। তাঁদের বেশ কয়েকজন কিছু ফুটেজ সামনে এনেছেন। যেখানে বিক্রমকে মদের গ্লাস হাতে দেখা গেছে। ‘জাস্টিস ফর সনিকা’ নামে ফেসবুকে একটি পেজও খুলেছেন তাঁরা। মাত্র ২৮ বছরের তরতাজা বন্ধুকে হারিয়ে তাঁদের এখন একটাই চাহিদা, দোষীর শাস্তি চাই। আর সেখানেই বিক্রমকে কাঠগড়ায় চাপাচ্ছেন তাঁরা। যদিও বিক্রমের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। এদিকে এদিন ফের একবার বিক্রমের দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞেরা।