আকাশ মেঘে ছাইল। ঠান্ডা বাতাস বইল। সঙ্গে কিঞ্চিত সোঁদা গন্ধ। তাপমাত্রার পারদও যেন দুপুর গড়াতেই একধাক্কায় বেশ কিছুটা কমে গেল। বাকি রইল বৃষ্টিটা নামা। কিন্তু সেটাই হলনা। ২৫শে বৈশাখের দুপুর থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। যত বিকেল গড়িয়েছে ততই সেই মেঘ পুরু হয়েছে। তৈরি হয়েছে বৃষ্টির আবহ। কলকাতার ভাগ্যে এদিন বৃষ্টি না জুটলেও বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। শান্তিনিকেতনে এদিন সকাল থেকেই কবিগুরুর জন্মজয়ন্তীর ভিড়। সেখানে দুপুরে ঝিরঝির করে বৃষ্টি নামে। ফলে উৎসবমুখর দিনটা আরও মোহময় হয়ে ওঠে। অল্প হলেও বৃষ্টি হয়েছে বীরভূমের আরও বেশ কয়েক জায়গায়। বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনায়। এই জেলার বেশ কয়েক জায়গায় ভাল বৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি পেয়েছে হাওড়াও। কিন্তু কলকাতার শিকেয় ছিঁড়ল না বৃষ্টি। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে শেষ বৈশাখের পচা গরমে কিছুটা লাগাম পরেছে। তবে কতদিন এই সুখ সয় আপাতত সেদিকেই নজর রেখেছেন কলকাতাবাসী।