১৮ দফা দাবিকে সামনে রেখে বামেদের নবান্ন অভিযানের কথা ছিল বেলা ১টায়। তাও নবান্নের শতক্রোশ দূর থেকেই তাদের আটকে দেওয়ার কথা পুলিশের। তবু এদিন সকাল থেকেই নবান্নের সামনে যথেষ্ট পুলিশ মোতায়েন করা ছিল। যদিও পুলিশ জানত এই পর্যন্ত কোনও বাম নেতা-কর্মীই পৌঁছতে পারবেন না। কিন্তু সকলকে চমকে দিয়ে দুপুর সওয়া ১২টায় একটি গাড়িতে সেখানে হাজির হন ৫ বাম বিধায়ক সুজন চক্রবর্তী, আনিসুর রহমান, তন্ময় ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য ও মানস মুখোপাধ্যায়। বাম বিধায়কেরা এসেই উত্তর দিকের গেট দিয়ে নবান্নে ঢোকার চেষ্টা করেন। প্রথমে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেও পরে তাঁদের পথ আটকান পুলিশকর্মীরা। পাল্টা বিধায়কেরাও জোর করে ঢোকার চেষ্টা করেন। এই অবস্থায় ৫ বাম বিধায়ককেই টেনে নিয়ে গিয়ে পুলিশের ভ্যানে তোলা হয়। আটক করে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। কিন্তু নবান্ন অভিযানের আগেই এভাবে ৫ বাম বিধায়কের নবান্নে ঢোকার চেষ্টায় হতবাক অনেকেই। যদিও সূর্যকান্ত মিশ্রের দাবি, বিধায়কেরা নবান্নে ঢুকতেই পারেন। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিধায়কদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।