বামেদের নবান্ন অভিযানে অসুস্থ হয়ে পড়লেন সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। বিদ্যাসাগর সেতুর কাছে ব্যারিকেড ভেঙে এগোনোর সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বেধে যায়। সেই সময়ে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন কান্তিবাবু। রাস্তাতেই শুয়ে পড়েন তিনি। পড়ে তাঁকে ধরাধরি করে সরিয়ে নিয়ে যান বাম কর্মীরা। এদিন নবান্ন অভিযান ঘিরে ১৮০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের মারে অসুস্থ, রক্তাক্ত হয়েছেন ৭৯ জন। মাথা ফেটেছে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মীর। অনেক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। এদিকে এদিনের অভিযান সম্পূর্ণ সফল বলে দাবি করেছেন সূর্যকান্ত মিশ্র। এদিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার হন অনেক সাংবাদিক। প্রতিবাদে রাস্তায় ক্যামেরা রেখে প্রতিবাদ জানান সাংবাদিকেরা। যদিও এ ব্যাপারে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে তৃণমূল নেতারা বামেদের এই আন্দোলনকে যতই অস্তিত্ব জাহিরের মরিয়া চেষ্টা বলে কটাক্ষ করুক না কেন, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা বামেদের এদিনের আন্দোলন কিন্তু তৃণমূলকে আর শান্তিতে থাকতে দিল না। একদিকে রাজ্যে বিজেপির ক্ষমতা বৃদ্ধি। অন্যদিকে ঘুমিয়ে পড়া বামেদের ফের জেগে ওঠা। এই জোড়া ফলায় তৃণমূলকে পঞ্চায়েত নির্বাচনের আগে অনেক বিরোধী আন্দোলনেরই হয়তো সম্মুখীন হতে হবে।