বিজেপির লালবাজার অভিযান কর্মসূচি ছিল বেলা ১টায়। তারজন্য সকাল থেকেই লালবাজারের সামনে সাজোসাজো রব। পুলিশে পুলিশে ছয়লাপ। পুলিশের ব্যারিকেড ভেঙে এতদূর আসারই কথা নয় বিজেপি কর্মী-সমর্থকদের। তবু সাবধানের মার নেই! তাই কোনও ঝুঁকি নেননি পুলিশের বড়কর্তারা। আর সেই পদক্ষেপ যে সঠিক ছিল তা বোঝা গেল বেলা সওয়া ১২টা নাগাদ। আচমকাই আর পাঁচটা বাসের মত লালবাজারের কাছে চলে আসে নহাটা-বারাসত রুটের এমএন-৩ রুটের একটি বাস। বাসে লাগানো ছিল বিজেপির দলীয় পতাকা। যা দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ বাসটিকে আটকালে সেখান থেকে নেমে আসেন বিজেপি কর্মীরা। লালবাজারের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের সেখানেই গ্রেফতার করে। নদিয়ার হরিণঘাটা থেকে তারা এসেছেন বলে জানান বিজেপি কর্মীরা। পরেও ছোট ছোট দলে বিজেপি কর্মীরা লালবাজারে সামনে এসে পড়লে তাদের গ্রেফতার করে পুলিশ।