যশোর রোডের ওপর বিরাটিতে এক অভিজাত রেস্তোরাঁয় সোমবার দুপুরে আগুন লাগে। পৌনে ১২টা নাগাদ রেস্তোরাঁর রান্নাঘরে ব্যস্ততা তুঙ্গে। চলছে নানা রকম রান্না। অভিযোগ সেই সময়েই একটি গ্যাসে কাজ চলাকালীন দ্বিতীয় একটি সিলিন্ডার লাগাতে গিয়ে আচমকাই রান্নাঘরে আগুন লেগে যায়। সেখানে তখন যে কজন কাজ করছিলেন প্রত্যেকেই কমবেশি আগুনের গ্রাসে পড়েন। এঁদের মধ্যে ২ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই দেহের অনেকটা অংশ পুড়ে যায়। এঁদের মধ্যে ১ জনের কিছুক্ষণ পরেই মৃত্যু হয় বারাসত হাসপাতালে। এই ২ জন বাদে আরও ৪ জন আগুনে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। তা ব্যবহারও করা হয়েছিল। কিন্তু অগ্নিনির্বাপক যন্ত্রগুলি বেশ কিছুদিনের পুরনো হওয়ায় ও আগুন দ্রুত ছড়ানোয় তাতে কোনও কাজ হয়নি। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।