
সল্টলেক সেক্টর ফাইভে কেন্দ্রীয় সরকারের একটি গবেষণাগারে আগুন লেগে আতঙ্ক ছড়াল। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বহুতলের তিনতলা থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে হাজির হয়ে প্রথমেই অফিসে উপস্থিত সকলকে বাইরে বার করে আনেন দমকলকর্মীরা। দমকলের ১১টি ইঞ্জিন প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দমকলের প্রাথমিক অনুমান একটি এসি মেশিনে শর্টসার্কিট থেকেই আগুন লাগে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত।