মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বাড়ি থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি তাঁদের ট্র্যাডিশনাল বা পারম্পরিক অস্ত্র। তির-ধনুকগুলি তিরন্দাজি প্রতিযোগিতা ও অন্যান্য ধারালো অস্ত্র চাষাবাদে কাজে লাগে, পাতলেবাসে পুলিশের হানার পর এমনই দাবি করে মোর্চা। এই দাবির কিছুক্ষণের ব্যবধানেই নবান্নে তার উত্তর দিলেন এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। তিনি পাল্টা দাবি করেন, মোর্চা এক্ষেত্রে মিথ্যা কথা বলছে। পুলিশ যে অস্ত্র উদ্ধার করেছে তা কখনই পাহাড়ের ট্র্যাডিশনাল অস্ত্র নয়। বরং তা মজুত করা হয়েছিল পুলিশকে আক্রমণের জন্য। পুলিশ পাহাড়ে শান্তি বজায় রাখার চেষ্টা করলেও মোর্চা সেখানে গুণ্ডামি চালাচ্ছে বলে দাবি করেন এডিজি আইনশৃঙ্খলা। তবে বিমল গুরুংকে গ্রেফতারের প্রসঙ্গ এদিন অনুজ শর্মাও এড়িয়ে গেছেন। জানিয়েছেন আইন আইনের পথে চলবে। তবে পুলিশ যে পরিস্থিতি অনুযায়ী আপোষহীনভাবে শক্ত হাতে ব্যবস্থা নেবে তাও এদিন পরিস্কার করে দিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা।