
মঙ্গলবার বেলার দিকে পার্ক সার্কাস ৭ মাথার মোড়ে একটি স্বনামধন্য রেস্তোরাঁয় আগুন লেগে যায়। রেস্তোরাঁর ভিতর থেকে কালো ধোঁয়া বার হতে দেখে আশপাশের মানুষ প্রথমে ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলে। দোকানের ভিতরে তখন অনেক মানুষ খাওয়া দাওয়া করছিলেন। তাঁদের বার করে আনা হয়। বার করে আনা হয় তিনতলা বাড়িটিতে থাকা অন্যান্য পরিবারকেও। পরে দমকলের ৫টি ইঞ্জিন ১ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দোকানের চিমনি থেকে আগুন লাগে বলে দমকলের পক্ষ থেকে জানান হয়েছে। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে রোস্তোরাঁটির ব্যাপক ক্ষতি হয়েছে।