গোপন খবর ছিলই। সেইমত এদিন কলকাতা স্টেশনে নামতেই সিআইডি পাকড়াও করল তেল মাফিয়া গণেশ জয়সওয়ালকে। কাশ্মীর হয়ে উত্তরপ্রদেশ হয়ে কলকাতা স্টেশনে নামতেই তাকে গ্রেফতার করা হয়। বেহালার বাসিন্দা গণেশের বিরুদ্ধে অভিযোগ ইন্ডিয়ান অয়েলের তেলের পাইপলাইন থেকে দিনের পর দিন তেল চুরি করত সে। আর তা বিক্রি করে দিত।
গ্রেফতারের পর গণেশকে নিয়ে হাওড়ার সাঁকরাইলে অভিযান চালান সিআইডি আধিকারিকরা। সেখান থেকে একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়। এদিকে ধৃতের সঙ্গে বিজেপি যোগ নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। সোশ্যাল সাইটে নিজেকে বিজেপির বস্তি উন্নয়ন কমিটির সদস্য বলে দাবি করে গণেশ জয়সওয়াল রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে তোলা তার ফোটো পোস্ট করে। যদিও এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁর দলে অনেক লোক আসেন। সকলের সম্বন্ধে জানা সম্ভব নয়। কেউ দোষ করে থাকলে সে শাস্তি পাবে।