রাজ্য সরকার ঘোষণা করেছে কলেজ স্কোয়ারে মিছিল মিটিং নিষিদ্ধ। এই মর্মে কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তারপরও গত সোমবার সেখানে পুলিশের সামনেই মিছিল করে বাম ছাত্র সংগঠন এসএফআই। মঙ্গলে নামলেন সিপিএম সহ বাম নেতাকর্মীরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন হুঁশিয়ারির সুরে জানান, কলেজ স্কোয়ারে মিটিং মিছিল বার বার করা হবে। কার্যত সরকারের দিকে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিমানবাবু। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রও এদিন সাফ জানিয়ে দেন কলেজ স্কোয়ারে মিছিল হবে। কেউ আটকাতে পারবে না। তাঁর দাবি, রাজ্য সরকার জরুরি অবস্থার মত আচরণ করছে। কলেজ স্কোয়ারে মিছিল, মিটিং করতে না দেওয়া ফতোয়ার সামিল বলে ব্যাখ্যা করেন তিনি। কলেজ স্কোয়ারে মিছিল, মিটিং নিষিদ্ধ ঘোষণার বিরুদ্ধে এদিন দুটি মিছিল বার করে বামেরা। একটি মিছিল মহম্মদ আলি পার্ক থেকে শুরু হয়। অন্য মিছিলটি শুরু হয় শিয়ালদহ থেকে। মিছিল করে বামেরা হাজির হন কলেজ স্কোয়ারের সামনে। সেখানে রাস্তায় বসে প্রতিবাদে মুখর হন বাম কর্মী-সমর্থকেরা। পুলিশি বন্দোবস্ত প্রচুর পরিমাণে থাকলেও ট্রাম লাইনে বসে বামেদের করা অবস্থান তোলার কোনও রকম চেষ্টা করেনি পুলিশ।