
স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। চৈত্র সংক্রান্তির রাতে ঘটনাটি ঘটেছে গরফায়। অভিযোগ স্বামী শান্তনু চক্রবর্তী সম্প্রতি তাঁর বেসরকারি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসা সেভাবে দাঁড়াচ্ছিল না। ফলে পরিবারের অর্থ সংস্থান বলতে ছিল শান্তনুবাবুর স্ত্রী মিঠু চক্রবর্তীর গৃহশিক্ষকতা। অভিযোগ মদ্যপানে আসক্ত শান্তনুবাবু বুধবারও মদ খেয়ে বাড়ি আসেন। তাতে প্রতিবাদ করেন স্ত্রী মিঠু। এতেই চটে যান শান্তনু। স্ত্রীকে লাঠি নিয়ে মারতে যান। রুখে দাঁড়ান স্ত্রী মিঠু চক্রবর্তী। শিল নোড়ার নোড়া নিয়ে পাল্টা স্বামীকে আঘাত করেন তিনি। অভিযোগ তাতেই শান্তনু চক্রবর্তীর মৃত্যু হয়। মিঠু চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ।