রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৬ তম প্রেসিডেন্ট হলেন স্বামী স্মরণানন্দজি মহারাজ। আগামী ২১ জুলাই এই পদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন তিনি। এর আগে ১০ বছর তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। স্বামী আত্মস্থানন্দজির প্রয়াণের পর প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হন তিনি।
তামিলনাড়ুতে জন্ম স্বামী স্মরণানন্দজির। ২০ বছর বয়সেই রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িয়ে পড়েন। তখন তিনি মুম্বইতে রামকৃষ্ণ মিশনের শাখায় যুক্ত হন। এরপর ব্রহ্মচর্যে দীক্ষা গ্রহণ। অবশেষে মাত্র ৩১ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন স্বামী স্মরণানন্দজি মহারাজ।