সকাল থেকেই আকাশের মুখ ভার। বাঁচোয়া একটাই বৃষ্টি সেভাবে হয়নি। তবে মধ্য কলকাতার অনেক জায়গায় সকালে দু’এক পশলা বৃষ্টি হয়ে রাস্তা ভিজিয়েছে। এরমধ্যেই শুক্রবার সাধারণ কাজের দিনে বাধ্য হয়েই বাড়ি থেকে বেরিয়েছেন অনেকে। কাজে যেতেই হবে। অগত্যা সময়ের একটু আগেই বেরিয়ে পড়া।
কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চক্ষু চড়কগাছ। রাস্তায় তখন শুধুই সারি সারি তৃণমূল কর্মী সমর্থকে বোঝাই বাস, গাড়ির ভিড়। সব রুটের বাসেই তৃণমূলের পতাকা। অর্থাৎ সাধারণ মানুষের জন্য নয়! এরমধ্যেই যে হাতে গোনা গুটি কয়েক রুটের বাস মিলেছে তাতে বাদুড়ঝোলা ভিড় হয়েছে। ফলে অনেকেই স্টপেজে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করেও গন্তব্যে সময়ে পৌঁছে উঠতে পারেননি। অনেক রাস্তা ছিল বন্ধও। ফলে সেসব রুটে বাসই ছিলনা। ঘুর পথে কিছুটা বাসে, কিছুটা হেঁটে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করতে নাজেহাল হতে হয়েছে আম পথচারীদের। যাঁদের কর্মস্থলে পৌঁছনোটা জরুরি হলেও, উপায় বড় একটা ছিলনা। অনেকে পাতাল রেলে যাওয়ার চেষ্টা করলে তাতেও ছিল প্রচণ্ড ভিড়। আমজনতার জন্য অচল শহরের চিত্রটা সন্ধে বেলাতেও বজায় ছিল।