
শর্টস পরে সিগারেট খেতে খেতে রাস্তায় দিয়ে যাওয়ায় হেনস্থার শিকার হলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে নেতাজি নগরে। শুধু তাঁকে হেনস্থাই নয়, তাঁর সঙ্গের পুরুষ বন্ধুকেও মারধরের অভিযোগ তুলেছেন তরুণী। তরুণীর অভিযোগ রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই জনা ছ’য়েক ব্যক্তি তাঁকে ও তাঁর সঙ্গে থাকা পুরুষ বন্ধুটিকে ঘিরে ধরেন। সিগারেট ফেললে তবেই তাঁরা দুজনকে যেতে দেবেন বলে জানান। প্রতিবাদ করায় তাঁরা তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। তাঁকে ধাক্কাও মারা হয়। পুরুষ বন্ধুটি আটকাতে এলে তাঁকেও চড়া মারা হয় বলে দাবি। পরে ১০০ ডায়াল করে পুলিশ ডাকেন ওই তরুণী। অভিযুক্তদের বিরুদ্ধে নেতাজি নগর থানায় এফআইআর করেন তিনি। এদিকে মূল অভিযুক্তের দাবি, ওই তরুণী ও তাঁর সঙ্গের বন্ধুটি আপত্তিকর অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিলেন। সেইসঙ্গে ছিল সিগারেট খাওয়া। তাঁদের এলাকায় এমন আপত্তিকর অবস্থায় যাতায়াত মানতে পারেননি তিনি।