টানা ৩ দিন বৃষ্টি। রবিবার রাত থেকে যার পরিমাণ আরও বেড়েছে। তার জেরেই বানভাসি চেহারা নিল কলকাতা। গত দুদিন উইকএণ্ড থাকায় অতটা সমস্যা হয়নি। বৃষ্টি টানা হলেও তার তেজ তেমন ছিলনা। কিন্তু রবিবার রাত থেকে আবহাওয়া আরও ভয়ংকর চেহারা নিয়েছে। বৃষ্টি বেড়েছে। চলছে অবিরাম। ফলে সোমবার সপ্তাহের প্রথম দিনে সকালে কাজে বেরিয়ে প্রবল সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। একে বৃষ্টির প্রাবল্যে রাস্তায় গাড়িঘোড়া কম। বাসও অপ্রতুল। সেইসঙ্গে বিভিন্ন রাস্তা, অলিগলি জলের তলায়। ফলে যানবাহনের গতিও মন্থর। জল ভেঙে গাড়ি এগিয়েছে শম্বুক গতিতে। অনেক রাস্তায় জলস্তর এতটাই বেশি ছিল যে অনেক গাড়িতে জল ঢুকে যায়।
শোচনীয় অবস্থা সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, মহাত্মা গান্ধী রোড, পার্ক সার্কাস, নিউ আলিপুর, বালিগঞ্জ, কসবা, তিলজলার। জলের তলায় উল্টোডাঙা, দমদম, পাতিপুকুর আন্ডারপাস। জলমগ্ন বেহালার বিস্তীর্ণ এলাকা। এছাড়া সল্টলেকেরও বিভিন্ন রাস্তায় জল জমেছে। খারাপ অবস্থা তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভের।
বিভিন্ন রাস্তা থেকে জল নামাতে পুরসভা চেষ্টা চালাচ্ছে সকাল থেকেই। কলকাতার সব পাম্প চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি না কমলে জল নামা কঠিন। কারণ যেটুকু জল নামানো হচ্ছে তা ফের জলে ভরে যাচ্ছে বৃষ্টিতে। অনেক জায়গায় পুরকর্মীরা ম্যানহোল খুলে দিয়ে জল নামানোর চেষ্টা চালান। এদিকে সকাল থেকেই সাইক্লোনিক ঝোড়ো হাওয়া আমজনতাকে আরও বিপাকে ফেলেছে। বাধ্য হয়ে যাঁদের কাজে বার হতেই হয়েছে তাঁদের গন্তব্যে পৌঁছতে চরম হয়রানির শিকার হতে হয়। ভাঙতে হয়েছে জল। মেলেনি ঠিকঠাক বাসট্রাম।