গ্রেফতারের ১৯ দিন পর জামিন পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গাড়ি দুর্ঘটনায় মডেল তথা বিক্রমের বান্ধবী সনিকা সিং চৌহানের মৃত্যুর পর বিক্রমকে বারবার জেরা করে পুলিশ। পরে তাঁকে দক্ষিণ কলকাতার একটি অভিজাত শপিং মলের সামনে থেকে মধ্যরাতে গ্রেফতার করে পুলিশ। এটা হয় দুর্ঘটনার ৭০ দিনের মাথায়, গত ৭ জুলাই। আদালতে পেশ করা হয় তাঁকে।
গতবার জামিন না মিললেও এবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেন আলিপুর আদালতের বিচারক। জামিনের জন্য ২ ব্যক্তিকে জামিনদার হতে হয়েছে। তাঁদের ২৫ হাজার টাকার সম্পত্তির দলিল জমা রাখতে হয়েছে। এছাড়া জামিনের শর্ত রয়েছে। বিচার প্রক্রিয়া চলাকালীন বিক্রম পুলিশকে না জানিয়ে কলকাতার বাইরে যেতে পারবেন না। তাঁর পাসপোর্টও জমা রাখতে হয়েছে।