রাজ্যের বহু এলাকা জলের তলায়। তবু রাজ্য সরকার বন্যা হয়েছে বলে ঘোষণা না করায় মিলছে না কেন্দ্রীয় সাহায্য। বন্যা হয়েছে বলে ঘোষণা না করলে কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায় না। কিছু নিয়ম আছে। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই মুখ খুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পাশাপাশি বিমানবাবুর দাবি, যা পরিস্থিতি তাতে আকাশপথে শুকনো খাবার ফেলার ব্যবস্থা করুক প্রশাসন। একইসঙ্গে দুর্গত মানুষদের জন্য ক্ষতিপূরণ ঘোষণারও দাবি করেন এই বর্ষীয়ান বাম নেতা।
এদিন বামপন্থী নেতা কর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিমানবাবু। তাঁদের যা যা দরকার তা পূরণ করার পরামর্শও দেন তিনি। এ বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের মতে, জন সংযোগ থেকে এখন বামপন্থীরা শতক্রোশ দূরে। তাই এবার মানুষের কাছে ফিরতে চাইছে বামেরা। সে জন্যই জলযন্ত্রণায় পাশে থাকার এই বার্তা।