
রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার যাদবপুরে। মেয়ের মৃতদেহ আগলে কয়েকদিন কাটিয়ে দিলেন মা। অবশেষে দেহ পচে দুর্গন্ধ পাড়ায় ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা বাড়িতে আসেন। দেখেন মেয়ে সংবৃতা চক্রবর্তীর পচাগলা দেহ খাটের ওপর পড়ে রয়েছে। চারপাশে মাছি ভনভন করছে। দুর্গন্ধে টেকা দায়। কিন্তু তার মধ্যেই মেয়ের দেহ আগলে বসে আছেন মা। সংবৃতার মায়ের দাবি তাঁর মেয়ে সোমবারও তাঁর কাছে জল খেয়েছে। কুলকুচিও করেছে। তাহলে সে কখন মরে গেল! পুলিশ দেহটি তুলে নিয়ে যায়। একমাস আগে পরিবারের ছোট মেয়ে বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে মা ও বড় মেয়েই বাড়িতে থাকতেন।