স্কুলের ছাত্রীদের মারধর করার অভিযোগে প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করল জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুরো বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে। পুলিশি তদন্তের পর প্রধান শিক্ষিকাকে নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে পর্ষদ।
প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি প্রাথমিক বিদ্যালয় রাজেন্দ্র শিক্ষা নিকেতন। এখানেই এদিন সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন বেশ কয়েকজন অভিভাবক। তাঁদের মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকা হাত-পা বেঁধে স্কেল দিয়ে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ করেন অভিভাবকরা। দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কয়েকজনের দাবি, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়ারা খাবার খেয়ে যাওয়ার পর তাদের ওই জায়গা মুছে দিতে বলেন প্রধান শিক্ষিকা। কিন্তু সে কাজ তারা না করতে চাইলে স্কুলের পিছনের মাঠে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়। বাড়িতে এই মারের কথা না বলার জন্যও হুমকি দেওয়া হয়।
এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষিকার পাল্টা দাবি, তিনি এসব কিছুই করেননি। তাঁর বিরুদ্ধে স্কুলের অন্য শিক্ষিকারা চক্রান্ত করছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।