
এবার পাল্টা বিজেপি-সিপিএমের সখ্যতার কথা তুলে চমক দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বক্তব্যের সপক্ষে ইয়েচুরির সঙ্গে আডবাণীর বা প্রকাশ কারাটের সঙ্গে রাজনাথ সিংয়ের সুসম্পর্কের প্রমাণ দেওয়ারও চেষ্টা করলেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি কেরালার একটি সভায় রাহুল গান্ধী বামেদের আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বামেরা আদর্শহীন বলে সেই সভায় দাবি করেন রাহুল। সেই ছবির পর হালে রাজ্যে প্রচারের এসে বারবার জোট প্রার্থীদের ভোট দেওয়ার জন্য রাহুলের দরবারের ছবিও তুলে ধরেন ডেরেক। বোঝানোর চেষ্টা করেন কিভাবে কিছু মাসের ব্যবধানে কিভাবে দুই বিপরীতধর্মী কথা বলছেন রাহুল। যা ইদানিং রাজ্যে এসে তুলে ধরার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেরালা মে কুস্তি, অওর বাঙ্গাল মে দোস্তি বলে বারবার বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করেছেন তিনি। তবে এদিন কংগ্রেস, সিপিএম, বিজেপিকে তুলোধোনা করলেও নারদ সিইও ম্যাথু স্যামুয়েলের বক্তব্য নিয়ে একটি কথাও বলতে চাননি ডেরেক। বিষয়টি বিচারাধীন বলে তিনি এ বিষয়ে কোনও কথা বলবেন না বলে জানান এই তৃণমূল সাংসদ।