রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এদিন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। তাদের দাবি, রাজ্য নির্বাচন কমিশনার ঘুমিয়ে আছেন। আর তৃণমূল যথেচ্ছে ভোট করাচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেন বিক্ষোভরত কংগ্রেস কর্মীরা। পুরভোটে রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ করেন তাঁরা।
কমিশনের দফতরের সামনে বৃষ্টিভেজা দুপুরে বসেও পড়েন বিক্ষোভকারীরা। যদিও কমিশনের অফিসে ঢুকতে পারেননি তাঁরা। ছিল প্রচুর পুলিশি বন্দোবস্ত। কিন্তু অফিসের সামনে বসেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা।