
মাত্র ৭ মাস হল বিয়ে হয়েছে। কাঁকুড়গাছির বাসিন্দা অর্পিতা চট্টোপাধ্যায়ের বিয়ে হয় মানিকতলার হরিতকী বাগান লেনে। বিয়ের পর থেকেই নাকি শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। এরমধ্যে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন তিনি। এই অবস্থায় গত বৃহস্পতিবার রাতে অর্পিতাদেবীর পরিবারের কাছে খবর যায় তাঁদের মেয়ে আত্মঘাতী হয়েছেন। শ্বশুরবাড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।
মৃতার পরিবারের দাবি, এটা নিছক আত্মহত্যা নয়। হয় তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। অথবা তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। যদিও শ্বশুরবাড়ির দাবি তাঁদের এ বিষয়ে কিছুই জানা ছিলনা। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে বড়তলা থানার পুলিশ। মধ্যবিত্ত পুরনো পাড়ায় এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।