বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও মারধরের ঘটনায় শনিবার প্রতীকী ধর্মঘট পালন করলেন চিকিৎসকেরা। ফলে সকাল থেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতালের আউটডোরে চিকিৎসা পরিষেবা শিকেয় ওঠে। প্রবল সমস্যার শিকার হন রোগী ও রোগীর আত্মীয়রা। অনেক ক্ষেত্রে চিকিৎসককে দীর্ঘদিন দেখাচ্ছেন রোগীরা। শনিবার হওয়ায় অনেক সময়ে ছেলে, মেয়ে ছুটি কাজে লাগিয়ে বাবা-মাকে নিয়ে হাজির হন ওপিডিতে। নিয়মিত চিকিৎসককে দেখানোর কাজ সেরে যান। দূরদূরান্ত থেকে রোগীদের নিয়ে আসা হয়। কিন্তু এদিন এঁরা প্রত্যেকেই সমস্যায় পড়লেন।
শহরের অন্যতম প্রধান ৩৭টি বেসরকারি হাসপাতালগুলির ওপিডিতে এদিন কোনও কাজ হয়নি। ফলে হাজার হাজার রোগীকে দীর্ঘ অপেক্ষার পর ভাদ্র মাসের ভয়ংকর রোদ মাথায় করে ফিরে যেতে হয়।