রবিবার সন্ধে নামতেই শহরের বিভিন্ন গঙ্গারঘাটে শুরু হয় গণেশ বিসর্জন। অধিকাংশ বিসর্জন গত রবিবার রাত পর্যন্ত হয়। রাত ১টা নাগাদ বিশাল ঠাকুর নিয়ে বাজে কদমতলা ঘাটে পৌঁছয় জানবাজারের একটি পুজো কমিটি। অভিযোগ ঘাটের কাছে রেলের লাইন পার হওয়ার সময় গণেশের হাত ওভারহেড তারে ছুঁয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন কয়েকজন পুজো কমিটির সদস্য। এঁদের মধ্যে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে বিসর্জনের সময় যথেষ্ট পুলিশের অভাব ও সুরক্ষা বন্দোবস্তে গাফিলতির অভিযোগ করে পুজো কমিটির সদস্যরা মধ্যরাতেই দেহ ঘিরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনা করে মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। পরে অবস্থা নিয়ন্ত্রণে আসে।