জাল ছবি বিতর্কে ক্রমশ সমস্যা বাড়ছে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। এদিন দিল্লি পুলিশের কাছে ডেরেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সিপিএম নেতা প্রকাশ কারাট। বিষয়টিকে সাইবার ক্রাইম হিসাবেই দেখছেন তিনি। সাইবার ক্রাইম হিসাবেই তিনি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন কারাট। অন্যদিকে রাজ্য বিজেপির পক্ষ থেকে এদিন কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। জাল ছবি বিতর্কে শুধু ডেরেকই নন, রাজ্য বিজেপির করা অভিযোগে নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সির। রাজ্য বিজেপির নেতাদের দাবি, মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই ডেরেক এই জাল ছবি দেখিয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে অহেতুক জল ঘোলা হচ্ছে বলেই ইঙ্গিত করেছেন তৃণমূল সাংসদ মুকুল রায়। মুকুলবাবু এদিন জানান, ডেরেক তাঁর ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এটাই যথেষ্ট। ভুল এর আগেও অনেক দলের অনেক নেতাই করেছেন।
Leave a Reply