Kolkata

কথা বললেই সমাধান বার হবে, পাহাড় বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী

পাহাড় সমস্যা সমাধানে নবান্নে প্রথম বৈঠক ইতিবাচক। রাজ্য সরকার ও পাহাড়ের ৪টি দলের বৈঠকের পর এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, আলোচনা চলতে থাকলে সমাধানও বার হবে। আগামী বৈঠক হবে উত্তরকন্যায়। আগামী ১২ সেপ্টেম্বর। তার আগে এদিনের যাবতীয় কথাবার্তা নিয়ে পাহাড়ে গিয়ে মোর্চা, জিএনএলএফ সহ অন্য দলগুলি আলোচনা করুক এটাই চান মুখ্যমন্ত্রী। গণতান্ত্রিক দেশে সবাই তাদের মতামত প্রকাশ করতে পারেন। রাজ্য সরকার তাদের কথা বলেছে। মোর্চা সহ পাহাড়ের দলগুলি তাদের কথা বলেছে। আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত থাকার জন্য পাহাড়ের দলগুলিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি পাহাড় থেকে বন্‌ধ তুলে সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্যও পাহাড়ের দলগুলিকে অনুরোধ করেন তিনি। যদিও এবিষয়ে কিছু জানায়নি মোর্চা বা অন্য দলগুলি। পাহাড়ে ফিরে তারা তাদের দলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবে।

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রীর হাতে মোর্চার তরফে একটি স্মারকলিপি তুলে দেন মোর্চার প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দেওয়া বিনয় তামাং। পাহাড়ে অশান্তি চলাকালীন যেসব বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর সিবিআই ও বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয় স্মারকলিপিতে। সেইসঙ্গে মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে। পাহাড়ে হালফিল যে বিস্ফোরণের ঘটনা ঘটছে তার কড়া নিন্দা করেন বিনয় তামাং। পাল্টা বিস্ফোরণ নিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। মোর্চা নেতা কর্মীদের ওপর যেসব মামলা করা হয়েছে সেগুলিও প্রত্যাহারের দাবি জানান এই মোর্চা নেতা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button