ক্লাস চলাকালীনই টয়লেট পেয়েছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রীর। ক্লাসে শিক্ষিকাকে সেকথা জানায় সে। কিন্তু অভিযোগ শিক্ষিকা ইন্দ্রাণী রায় তাকে টয়লেট যাওয়ার অনুমতি দেননি। কিন্তু ছাত্রীর পক্ষে টয়লেট আটকানো সম্ভব হচ্ছিল না। সে বই বন্ধ করে শিক্ষিকাকে জানায় সে লেখার মত অবস্থায় নেই। ছাত্রীর অভিযোগ এরপরই রেগে তাকে ক্লাসের মধ্যেই মারধর শুরু করেন শিক্ষিকা। ঠেলে ফেলেও দেওয়া হয়। তাকে টেনে তুলে ধাক্কা মারতে মারতে তাকে টয়লেটে নিয়ে যান ওই শিক্ষিকা।
এয়ারপোর্টের কাছে ওই স্কুলে গত সোমবার ঘটনাটি ঘটে। ছাত্রীটি স্কুল থেকে ফিরে বাড়িতে সব জানায়। পরিবারের দাবি ওই ঘটনার পর থেকে আতঙ্কে স্কুলে যেতে চাইছে না ওই ছাত্রী। পরিবারের তরফে স্কুলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত কয়েকদিনের জন্য অভিযুক্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ।