রাজ্যে এবছরের বানভাসি চেহারা ভয়ংকর। সেকথা মাথায় রেখে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে এল অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য এদিন অর্থ ও জামাকাপড় সংগ্রহে পথে নামলেন সমিতির সদস্যরা।
বিডন স্ট্রিটের ছাতুবাবু বাজার নামে বেশি পরিচিত অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতির প্রায় ৭০ জন সদস্য মাটাডোর নিয়ে এদিন অর্থ ও জামাকাপড় সংগ্রহে বেরিয়ে প্রথমে হাজির হন নতুন বাজারে। সেখান থেকে গরানহাটা হয়ে মসজিদবাড়ি স্ট্রিট হয়ে গ্রে স্ট্রিট ধরে হাতিবাগান পৌঁছয় মাটাডোর। সেখান থেকে শ্যামবাজারে গিয়ে শেষ হয় পরিক্রমা।
অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক পঙ্কজ ঘোষ জানালেন, সমিতির তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭টি বস্তায় শতাধিক নতুন জামাকাপড় সহ সংগৃহীত পুরনো জামাকাপড় তুলে দেওয়া হবে। এছাড়া ত্রাণের কাজে ৫০ হাজার ১ টাকাও তুলে দেওয়া হবে তহবিলে।